জে মাহাতো, মেদিনীপুর, ৮ জানুয়ারি: খড়গপুর ২ নম্বর ব্লকের বসন্তপুর আমরা কজনা যুব সংঘের উদ্যোগে ও জয়গুরু যোগাযোগ সেন্টারের সহযোগিতায় শুরু হলো মহাবীর মেলা। বসন্তপুর মহাবীর মিলন মেলার ১৩ তম বর্ষের সূচনার পরের দিনই আজ করোনা মহামারীর বিদায়ের প্রার্থনায় এবং সমাজের শান্তি ও মঙ্গল কামনায় মেলা কমিটির পক্ষ থেকে আজ মহাযজ্ঞর আয়োজন করা হয়। গ্রামের মানুষেরা এই মহাযজ্ঞে অংশ নেয়। পরে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।
মেলা কমিটির কার্য্যকর্তা সুশান্ত পাল জানান যে এই মেলা সর্ব ধর্মের মানুষের মেলা। এখানে সব সময় সম্প্রীতি বজায় থাকে। এখানে সমাজের সর্বস্তরের মানুষের সাহায্য নিয়ে সাতদিন ধরে নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। করোনা আবহে সাধারণ মানুষ যাতে একটু সুন্দর করে বাঁচতে পারে তার জন্য এই ব্যবস্থা। মেলায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
মেলাতেও মদন মিত্র রাজ্যপাল জগদীপ ধনকরের সমালোচনা করেন। তিনি রাজ্যপালকে সংবিধান বিরোধী বলেন। তিনি তাঁকে তাড়ানোর কথা বলেন। তিনি বলেন, “সবার আগে রাজ্যপালকে তাড়ান। উনি সব চেয়ে বড় সংবিধান বিরোধী। এই রকম রাজ্যপাল থাকার চেয়ে চিড়িয়াখানায় কতকগুলো হাতি নিয়ে আসলে ভালো হয়।”