Ayodhya, Ram Mondir, Tarapith, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে তারাপীঠে মহাযজ্ঞ

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২২ জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রাম লালার মূর্তি প্রতিষ্ঠার সময় মহাযজ্ঞ করা হল তারাপীঠ মন্দির চত্বরে। সিদ্ধপীঠ তারাপীঠের সেবাইতদের একাংশ এই মহাযজ্ঞের আয়োজন করেছিল। যজ্ঞে প্রভু রামচন্দ্রের নামে আহুতি দেওয়া হয়। এদিনের যজ্ঞে তিন কুইন্টাল বেল কাঠ, ৩১ কেজি ঘি ব্যবহার করা হয়। মন্দিরের সেবাইত নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ আমাদের গর্বের দিন। ৫০০ বছরের পুরনো মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনার নিরসন হল রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে। তাই এই বিশেষ দিনে আমরা বিশ্বশান্তির জন্য যজ্ঞ করলাম”। যজ্ঞ শেষে এদিন দুই সহস্রাধিক মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হয়।

এদিন বীরভূম জেলাজুড়ে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস সমিতির পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। সংগঠনের জেলা প্রমুখ উৎপল চট্টোপাধ্যায় জানান, জেলার উত্তর বীরভূম জেলায় আনুমানিক ৬৫টি বড় এবং ২৭৫টি অনুষ্ঠান করা হয়েছে। জেলায় বড় অনুষ্ঠান হয়েছে ময়ূরেশ্বর, কল্লেশ্বর, মল্লারপুর, তারাপীঠ, মালসা, নলহাটি এবং মুরারইয়ে। সর্বত্র হোম, যজ্ঞ, বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন রামপুরহাট কামারপট্টি মোড়ে বিশ্বহিন্দু পরিষদের অফিসে রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দুপুরে ছিল অন্নভোগের ব্যবস্থা। সকালে শহরে শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *