ছেলের জন্মদিনের জন্য রাখা টাকা দিয়ে ত্রাণ সাহায্য মাজি দম্পতির

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ এপ্রিল: ঠিক ছিল এবছর ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন। সেইমতো চিন্তা ভাবনা করে টাকাও রেখেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা পুরো বদলে ফেলেন নন্দকুমারের মাজি দম্পতি। সেই টাকাতেই এলাকার দেড়শো পরিবারের হাতে তুলে দেন খাদ্য সামগ্রী।
লকডাউনের ফলে এলাকায় বহু মানুষই কাজ হারিয়েছেন। তাদের জন্যেই এই সাহায্যের ব্যবস্থা করেন।

নন্দকুমারের কল্যাণচক গ্রাম পঞ্চায়েতের সন্দলপুর গ্রামের বাসিন্দা পেশায় পূর্ব জেলা পরিষদের ইঞ্জিনিয়ার অনিন্দ্যসুন্দর মাজি স্থানীয় প্রাথমিক স্কুলের মাঠে এই ত্রাণ সামগ্রী প্রদানের ব্যবস্থা করেন। তাকে এই ব্যাপারে সাহায্য করেছেন তার স্ত্রী নবনীতা মাজি। এই কাজে উৎসাহ দেওয়ার জন্য এবং এলাকার মানুষকে সচেতন করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এলাকার বিধায়ক সুকুমার দে’কে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের সদস্য দুরন্ত কুমার বিজলি, পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস ও পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ও শিক্ষক গোপাল চন্দ্র মাইতি। খাদ্য সামগ্রী ছাড়াও সাবান ও মাস্ক দিয়ে এলাকার মানুষকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *