স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩ জুন: মাধ্যমিক পরীক্ষায় ফেল করায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক স্কুল ছাত্রী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি শান্তিপুরের ফুলিয়ার নবলা জিপির অধীন প্রফুল্ল নগর গ্রামের।

পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুরের ফুলিয়া বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ছাত্রী মেঘা সরকার সকালবেলায় ইন্টারনেটে রেজাল্ট দেখার পরে বাড়ি থেকে স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায়, এরপর আর বাড়িতে আসেনি। পরিবারের লোকজন খবর পায় বাড়ির কাছেই রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় স্কুল ছাত্রী মেঘা সরকার। এর পরেই হতবাক হয়ে যায় গোটা পরিবার, শোকস্তব্ধ গোটা এলাকা। যদিও তাড়াতাড়ি রেললাইন থেকে মৃত স্কুল ছাত্রীর দেহ উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট জিআরপি পুলিশ।

সূত্রের খবর গত দু’বছর আগে ওই স্কুলছাত্রীর বাবার রেলে কাটা পড়ে মৃত্যু হয়। তারপর থেকে খুবই কষ্টের সাথে ওই স্কুল ছাত্রীর মা পড়াশোনার সমস্ত খরচ জোগাড় করতো। দু’বছর পরে আবারো মেয়ের রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার।

