আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি:
এক মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। আর সেই হেনস্থার কারণে বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারল না ঐ ছাত্রী। ফলে এদিন তার পরীক্ষা দেওয়া হল না। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর রেল স্টেশনে। এই ঘটনায় এলাকায় সামান্য উত্তেজনা ছড়ায়। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
অভিযোগ, এদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বারুইপুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে যাচ্ছিলেন ঐ পরীক্ষার্থী ও তার এক নিকট আত্মীয়। সেই সময় টিকিট পরীক্ষক তার কাছে টিকিট চায়। টিকিট না থাকায় তাকে হেনস্থা করে দাঁড় করিয়ে রাখে, এমনকি তার ব্যাগ থেকে টাকা বার করে নেয় বলেও অভিযোগ মাধ্যমিক পরীক্ষার্থীর। পরীক্ষার এডমিট কার্ড দেখালেও ছাড়া হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত সেই পরীক্ষার্থী তার পরীক্ষা দিতে না পারায় হতাশ। মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারায় চাঞ্চল্য ছড়ায় প্ল্যাটফর্মে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় রেল স্টেশনে। ঘটনাস্থলে আসে বারুইপুর আরপিএফ ও জিআরপি।