সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ ফেব্রুয়ারি: পরীক্ষার চাপে পড়ে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে প্রথমে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রীর নাম তনিসা সিং সর্দার (১৬)। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার ভিখারি চেলিয়ামা গ্রামে।
বেড়াদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তনিসা ইতিহাস পরীক্ষা দিতে মাধ্যমিক সেন্টার পতিডির চণ্ডীতলা উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে পরীক্ষা চলাকালীন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক শিক্ষিকারা তাকে তড়িঘড়ি বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। খবর দেওয়া হয় তার পরিবারে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় ওই ছাত্রীকে।