সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁস, টুইট করে অভিযোগ সুকান্তর, সরব এসএফআই নেতা সৃজন’ও

আমাদের ভারত, ২৪ ফেব্রুয়ারি: আজ মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন। আজ ছিল ইংরেজি পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার দাবি, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একই অভিযোগে বাম ছাত্র সংগঠন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যেরও।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে লেখেন, “আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকে এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা স্পষ্ট হয়ে যাবে। তার দাবি, মালদায় মূলত মাধ্যমিকের এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আজ বেলা ১২. ৪৮ মিনিট হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রটি পেয়েছেন তিনি। তারপর দুপুর দেড়টা নাগাদ তিনি সেই ছবি পোস্ট করে টুইটারে সরব হন।

সুকান্তর অভিযোগ, মালদহে তৃণমূল শিক্ষা সেলের এক নেতাই প্রশ্নপত্র ফাঁস করেছেন। তিনি মাধ্যমিক শিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।

শুধুমাত্র সুকান্ত মজুমদারই নন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য নিজের ফেসবুক হ্যান্ডেলে এই একই পোস্ট করেন। প্রশ্ন পত্রের ছবি পোস্ট করে সৃজন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন। সৃজন লিখেছেন, “মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনো কুন্তল, তাপস, মানিক লুকিয়ে নেই তো?”

গতকালই সুকান্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, মধ্যশিক্ষা পর্ষদের উপর থেকে অভিভাবকদের আস্থা হারিয়েছে, সেই কারণে এবার মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় চার লক্ষ কমেছে। এবার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে সেই জল্পনাও উস্কে দিলেন বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *