মাধ্যমিকে রাজ্যে অষ্টম বীরভূমের নাকড়াকোন্দা হাই স্কুলের মধুরিমা দে

আমাদের ভারত, বীরভূম, ৩ জুন: প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থান অধিকার করল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত নাকড়াকোন্দা হাই স্কুলের ছাত্রী মধুরিমা দে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৬। মধুরিমার বাড়ি দুবরাজপুর ব্লকের হেতমপুরে। আজ মাধ্যমিকের ফল বেরোনোর পরই প্রথমে স্থানীয় দক্ষিণা কালী মন্দিরে পুজো দিতে যায় তাঁর মা পূর্ণিমা দে’র সাথে। তাঁর বাবা সঞ্জয় কুমার দে নাকড়াকোন্দা হাই স্কুলের প্রধান শিক্ষক। মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা, আত্মীয় স্বজন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

মধুরিমা দে জানায়, বাড়িতে প্রায় ৮ ঘন্টা পড়াশোনা করতাম। দুটি টিউশন ছাড়া তাঁর বাবার কাছেই বাকি সাবজেক্টগুলো পড়তাম। পাশাপাশি আমি বাড়িতে অনলাইনে পড়াশোনা করতাম। তাছাড়াও মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় ৬৮২ নম্বর পেয়েছিলাম। রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করায় আমি ভীষণ খুশী।

অন্যদিকে তাঁর বাবা সঞ্জয় কুমার দে জানান, আমার মেয়ের সাফল্যে আমি খুশি। আমি যখন প্রধান শিক্ষক পদে স্কুল জয়েন করি তখন ভাবতাম এই স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যে কোনো স্থান অধিকার করে না। আজ সেই স্বপ্ন পূরণ হল। এই সাফল্যের পেছনে তাঁর শিক্ষক শিক্ষিকা সহ তাঁর মায়ের বড় অবদান আছে। পাশাপাশি তাঁর মা পূর্ণিমা দে মেয়ের সাফল্যে খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *