আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি:প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রল ডিজেলের দাম। কোথাও কোথাও সেঞ্চুরি ছুঁতে চলেছে পেট্রোলের দাম। ফলে মধ্যবিত্তের পকেটে টান যে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার সেই মধ্যবিত্তের কপালে ভাঁজকে আরও বাড়লো রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। এবার থেকে কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৭৪৫ টাকা। শুধু কলকাতায় নয় দেশের সব মেট্রো শহর গুলিতেই রান্নার গ্যাসের দাম বেড়েছে।
দিল্লি মুম্বাইতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৭১৯ টাকা। চেন্নাইতে দাম ৭৩৫ টাকা। মেট্রোপলিটন শহরের মধ্যে বর্তমানে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় সব থেকে বেশি।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও গ্যাসের দামের উপর নির্ভর করে ভারতে এলপিজি গ্যাসের দাম নির্ধারিত হয়। অপরিশোধিত এখন তেলের দাম বেড়েছে। ভারতের চারটি রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল ও গ্যাসের দাম নির্ধারণ করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়াম, অয়েল ইন্ডিয়া লিমিটেড। মূলত ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য হিসেব করেই তেল ও গ্যাসের দাম নির্ধারণ করা হয়। যদি ডলারের হিসেবে টাকার মূল্য কমে তাহলে তেলের দাম বাড়ে। ওই হিসেব কে মান্যতা দিয়ে রান্নার গ্যাসের দামও বেড়েছে।