অলিম্পিকে তৃতীয় পদক ভারতের, সোনা হাতছাড়া হলেও লাভলিনার হাত ধরে এলো ব্রোঞ্জ

আমাদের ভারত, ৪ আগস্ট: বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হেরেছেন লভলিনা। তাতেও অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ পদক এনে দিল ২৪ বছরের এই বক্সার। অলিম্পিকে চিনের প্রতিপক্ষকে ৪-১ এ হারিয়ে সেমিফাইনালে জায়গা করেছিল লভলিনা বোরগোহেন।

বুধবার ৬৯ কেজি ক্যাটাগরিতে তুরস্কের প্রতিপক্ষ বুসেনাজ সুরমেলেনির কাছে ০-৫ এ হেরে গেল লভলিনা। এদিন লভলিনা প্রথম থেকে আক্রমনাত্মক থাকলেও প্রথম রাউন্ডে হারার পর ব্যাকফুটে চলে যায়। শেষ রাউন্ড পর্যন্ত লভলিনা পা জমাতে পারেনি ম্যাচে। তুরস্কের এই বিশ্বচ্যাম্পিয়ন এই বছরই আন্তর্জাতিক টুর্নামেন্টে দুটি সোনা জিতেছে। এদিনও প্রথম থেকেই আক্রমনাত্মক ছিল এবং ম্যাচ জিতে ওয়েল্টার ওয়েট ফাইনালে গেল বুসেনাজ।

কিন্তু হেরে গিয়েও ভারতকে পদক এনে দিয়েছে এই মহিলা বক্সার। অসমের প্রথম প্রতিযোগী হিসাবে অলিম্পিক থেকে পদক নিয়ে ফিরছেন তিনি। টোকিও অলিম্পিকে মীরাবাঈ চানু এবং পিভি সিন্ধুর পর ভারতের তৃতীয় পদকও আসছে আবারও এক মহিলা খেলোয়াড়ের হাত ধরেই।

ভারতীয় বক্সার মেরি কম এবং বিজেন্দ্র সিংয়ের পর অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ী তৃতীয় বক্সার লভলিনা বোরগোহেন। তার এই জয়ে উচ্ছসিত গোটা দেশবাসী। শুভেচ্ছাবার্তা দিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *