স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ ডিসেম্বর: প্রেমিকার বাড়ি থেকে বিয়ে দিতে অস্বীকার করায় প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট প্রেমিকের।ঘটনায় অপমাণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলায়।সূত্রের খবর, নদিয়ার ধানতলা থানার পুরাতন চাপড়ার বাসিন্দা রানাঘাট কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুস্মিতা সরকারের সাথে গত ৬ মাস আগে শুভ রায় নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, প্রেমের সম্পর্কের কথা সুস্মিতার পরিবার জানতে পারলে তারা শুভর সাথে বিয়ে দিতে উদ্যোগী হয়।অভিযোগ, সুস্মিতার পরিবার শুভর পরিবারের সাথে দেখা করতে চাইলে শুভ তাতে রাজি হয়নি। শুধু তাই নয়, শুভ নিজের সচিত্র পরিচয় পত্রও দেখাতে অস্বীকার করে বলে অভিযোগ। আর এর পরই শুভর সাথে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে সুস্মিতার পরিবার।
মৃতার পরিবারের অভিযোগ, এরপর থেকেই সুস্মিতাকে পালিয়ে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল শুভ নামের ওই যুবক। অভিযোগ, সুস্মিতা তাতে রাজি না হওয়ায় তাদের অন্তরঙ্গ মুহূর্তের সুস্মিতার কিছু ছবি ফেসবুকে আপলোড করে দেওয়ার হুমকি দিচ্ছিল শুভ। এরপরও সুস্মিতা তাকে বিয়ে করতেননা রাজি না হওয়ায় গত শনিবার সুস্মিতার কিছু অশ্লীল ছবি ফেসবুকে আপলোড করে দেয় শুভ। রবিবার সেই কথা জানতে পেরে অপমাণে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সুস্মিতা।ঘটনায় অভিযুক্ত শুভ রায়ের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার।ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শুভ রায়। তার সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।