আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি :
ভ্যালেন্টাইন্স ডে’তে দুজনে ঘুরে বেড়ানোর পরিবর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে প্রেমিক। মেয়ের প্রেমিকের ভালোবাসার পরীক্ষা নিতে তাকে জোর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার মায়ের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর এর ঘটনা। প্রেমিক এখন আশঙ্কাজনক অবস্থায় তমলুকের একটি নার্সিংহোমে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবানপুর থানার মহম্মদপুর গ্রামের বাসিন্দা রতন মান্নার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মহম্মদপুর হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর। যার বাড়ি পাশের গ্রাম বেনাউদাতে। মেয়ের বাড়ির লোকজনের এই প্রেমে আপত্তি আছে। এই নিয়ে আগেও দু’একবার ঝামেলা হয়েছে দুই পরিবারের মধ্যে। কিন্তু কোনও লাভ হয়নি। মেয়ে ও ছেলেকে পৃথক করা যায়নি। তাই, ছেলেকে উচিৎ শিক্ষা দিতে ছেলের বাড়িতে হাজির হয় মেয়ের মা বাবা ও কয়েকজন আত্মীয় স্বজন। সেখানেই কথা কাটাকাটি হয় প্রেমিক রতন ও প্রেমিকার মা ফুল্লরা জানার সঙ্গে।
ছেলের বাড়ির অভিযোগ, সেই সময় ছেলেকে বিষ খেয়ে নিজের সত্যিকারের প্রেমের পরীক্ষা দিতে বলে মেয়ের মা। বিষ খেতে অস্বীকার করে ছেলে। তারপরই বিষ-এর শিশি ছেলের মুখে জোর করে ঢেলে দেয় মেয়ের মা বলে অভিযোগ রতন এর পরিবারের। এবং সেই অবস্থায় মারধরও করে। চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী ছুটে আসে। কয়েকজন পালিয়ে যায়। তবে মেয়ের মা সহ পাঁচ জনকে ঘিরে ফেলে গ্রামের মানুষ। ভগবানপুর থানার পুলিশ গিয়ে কোনও প্রকারে তাদের উদ্ধার করে। বর্তমানে প্রেমিক রতন তমলুকের একটি নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গ্রেফতার হওয়া পাঁচ জনকে আজ কাঁথি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আদালত প্রেমিকার মায়ের পুলিশি হেপাজত ও বাকি ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন।