আমাদের ভারত, বনগাঁ, ১৮ ডিসেম্বর: অবৈধ সম্পর্কের জেরে প্রেমিক প্রেমিকাকে খুন করে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ থানার মুনিগ্রামে।
জানাগেছে, ৪৬ বছরের গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ২৯ বছরের এক যুবকের। মৃতদের নাম তৃপ্তি মণ্ডল ও প্রসেনজিত বৈদ্য। পুলিশ অভিযোগ পেয়ে দোষীদের খুঁজতে বিএসএফের সাহায্য নিয়েছে।বিএসএফের থেকে পুলিশ কুকুর নিয়ে এলাকায় তল্লাশি শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গতকাল দুপুর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতের দিকে হঠাৎ গ্রাম থেকে একটু দূরে একটি পাটকাঠির গাদায় আগুন লাগে। সেই আগুন দেখে ছুটে যান এলাকার লোকজন। তারা গিয়ে দেখেন সেই আগুনের ভেতরে ঝলসে গেছে দুজনের দেহ। তারা দেখেই বুঝতে পারেন এরা হচ্ছে প্রসেনজি ও তৃপ্তি। এই ঘটনায় নিহত যুবকের দাদা বনগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগ, ভাইকে খুন করে তারপর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তা তদন্ত করতে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ। যদিও তল্লাশি চালাতে বিএসএফের সাহায্য নিয়ে পুলিশ কুকুর নিয়ে দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে খুব তাড়াতাড়ি দোষীরা পুলিশের জ্বালে ধরা পড়বে।