আমাদের ভারত, হাওড়া, ২৮ মার্চ: বিয়ে দিতে রাজি না হওয়ায় এক তরুণীর মামার বাড়িতে এসে প্রেমিক সহ বেশ কয়েকজন হামলা চালাল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়ার নিউ মন্ডল পাড়ায়।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই বালিটিকুরী মোল্লাপাড়ার এক যুবক বাঁকড়ার ওই তরুণীর সঙ্গে প্রেম আছে বলে দাবি করে আসছিল এবং তাকে বিয়ে করতে চায় বলে তরুণীর মামাকে জানিয়েছিল। কিন্তু তরুণীর মামা রাজি না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বন্ধুকে নিয়ে হামলা চালায় সেখ ইরফান নামের ওই যুবক। তরুণীর মামা, তাঁর ছেলে সহ তিনজনকে ব্রেড দিয়ে ক্ষত বিক্ষত করে বাইকে চেপে চলে যায় তারা। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।