আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি:বছর ১৮ এক ছাত্রীকে অপহরণ করে জোর করে ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই গৃহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বছর ২৫ এর যুবকের নাম আমান।
জানা গেছে, পড়তে যাওয়ার সূত্র ধরে আমান প্রথমেওই ছাত্রীটির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। তারপর সেটা প্রেমে গড়ায়। এমন সময় আমান মেয়েটিকে ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ের কথা বলে। কিন্তু মেয়েটি তাতে রাজি না হলে তাকে ভয় দেখায় সে। আমান ওই মেয়েটিকে হুমকি দেয় মেয়েটি তার কথা মতো কাজ না করলে মেয়েটির ছোট ভাই খুন হয়ে যাবে।
এরপরই চাপের মুখে পড়ে ছেলেটির সঙ্গে দিল্লিতে চলে যায় সেই মেয়েটি। এরপর মেয়েটির পরিবার আমানের বিরুদ্ধে থানায় এফআইআর করে। আমানের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আমানের খোঁজে তল্লাশি শুরু করে। দিল্লি থেকে আমানকে গ্রেফতার করা হয়। জানা যায়, দিল্লির একটি মসজিদে গিয়ে মেয়েটির ধর্মান্তকরণের পরিকল্পনা করেছিল সে। পরে ওই যুবকের বিরুদ্ধে লাভ জিহাদ আইনেও মামলা দায়ের হয়।