সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১০ ফেব্রুয়ারি: খোলা বাজার থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার সাত সকালে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার “ট” বাজার থেকে উদ্ধার হয় ১৪০টি কচ্ছপ। অভিযোগ, ঢিল ছোড়া দূরত্বে বনগাঁ থানা থাকা সত্বেও খোলা বাজারে অবাদে চলছে কচ্ছপ বিক্রি।
পুলিশ সূত্রের খবর, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ওই বাজারে অভিযান চালায় বন দফতরের কর্মীরা। প্রথমে দেখেন চারটি কচ্ছপ বিক্রেতার ডালায়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে মাছের ক্যারেট থেকে ১৪০ টি কচ্ছপ উদ্ধার করে। ওই বিক্রেতাকে পুলিশ আটক করে।
পুলিশি জেরায় ধৃত জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে পাচার হয়ে কচ্ছপগুলি বনগাঁয় আনা হয়েছে। আরও জানা গিয়েছে বড় কচ্ছপগুলি বাংলাদেশে পাচার করা হয়। আর ছোট কচ্ছপগুলি বনগাঁ সহ বিভিন্ন বাজারে বিক্রি করে পাচারকারীরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটা নতুন কিছু নয়। এর আগেও ট্রাক ট্রাক কচ্ছপ পাচার করতে গিয়ে ধরা পড়েছে পাচারকারীরা। এছাড়া বনগাঁর “ট”বাজার, নিউমার্কেট বাজারে ফল-আনাজ, মাছ-মাংসের সঙ্গে ঢেলে বিক্রি হচ্ছে কচ্ছপ। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন। এঁদের মধ্যে অনেকেই বেশ সচ্ছল। ফলে ৮০০ টাকা কেজি কচ্ছপের মাংস কেনার খরিদ্দারের অভাব হয় না।