আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ সেপ্টেম্বর:
গোপনসূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার পাচুয়াখালি ব্রিজ এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ। এই ঘটনায় বাবুরাম ঘরামি ও দেবকান্ত শিকারি নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এরা আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল এলাকায়। এরা দুজনেই ক্যানিং থানার মধুখালি এলাকার বাসিন্দা। তবে কি কারণে, কোথায় আগ্নেয়াস্ত্র বিক্রি করতে যাচ্ছিল এরা সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট তেরোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিয়ে এ বিষয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই সমস্ত রাজনৈতিক দল নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাইছে। সেই কারণে এলাকায় অশান্তি ছড়াতে আগ্নেয়াস্ত্র মজুত করছে কেউ কেউ। সেই কারণেই এই দুই যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেনার জন্য কেউ কেউ বরাত দিয়েছিল বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।