আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম ৪ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুমকা- রামপুরহাট রাস্তায় রামপুরহাট শহরের ঝনঝনিয়া সেতুর কাছে একটি টাটাসুমো গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়ি থেকে ২৪ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির উপরে চকোলেটের প্যাকেট রাখা ছিল। তার নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ওই বিপুল বিস্ফোরক। বৈধ্য কাগজপত্র না থাকায় ওই বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়। আটক করা হয় বোলেরো গাড়ি। গ্রেফতার করা হয় গাড়ির চালক যশপাল সিংকে। তার বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়া। গাড়িটি আসানসোল থেকে দুমকা হয়ে রামপুরহাট ঢুকেছিল বলে পুলিশ সুত্রের খবর। তবে ওই বিস্ফোরক পাথর খাদান এলাকায় ব্যবহার করা জন্য চোরা পথে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে।