আমাদের ভারতে, আরামবাগ, ১৫ এপ্রিল: আরামবাগে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম এলাকায়।
জানাগেছে, বদনগঞ্জ রুটের একটি যাত্রীবাহী বাস এদিন দুপুরে ৪ জন যাত্রী নিয়ে কামারপুকুর থেকে বদনগঞ্জের দিকে যাচ্ছিল। যাবার পথে গোঘাটের পাণ্ডুগ্রাম এলাকায় বাসের স্টিয়ারিং কেটে যাওয়ায় এই বিপত্তি ঘটে। স্থানীয়রা তড়িঘড়ি এসে যাত্রীদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানাতরিত করা হয়।