আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: নারায়ণগড় থানা এলাকার মকরামপুর টোল প্লাজার এক কর্মীকে ধাক্কা মেরে ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে গেল একটি লরি। শনিবার রাতে টোল প্লাজার কর্মী সঞ্জয় খিলাড়ি খড়গপুরগামী একটি লরিকে দাঁড়ানোর সংকেত দিলে তাকে সজোরে ধাক্কা মেরে টোল প্লাজার বুশ ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়।
প্লাজার অন্যান্য কর্মীরা এই ঘটনার পর সঞ্জয়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হতে থাকলে তার বাড়ির লোকজন তাকে ওড়িশার কটকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শনিবার রাত তিনটা নাগাদ কটকে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়। নারায়ণগড় থানার পুলিশ ঘাতক নদীটির সন্ধানে তল্লাশি শুরু করেছে সেইসঙ্গে পুরো ঘটনার তদন্ত করে দেখছে।