আমাদের ভারত, হাওড়া, ১৭ অক্টোবর: বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্টোনচিপ বোঝাই লরি ঢুকল দোকানে। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে আমতা বাগনান রাস্তায় আমতা উদং ফতেপুর এলাকায়। দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে স্টোনচিপ বোঝাই লরিটি আরামবাগ থেকে বাগনানের দিকে যাচ্ছিল। সকাল ৬টা ৩০ নাগাদ উদং ফতেপুরের কাছে আচমকা একটি বাইক রাস্তায় উঠে পড়ে। বাইক আরোহীকে বাঁচাতে গেলে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। দুর্ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সকালে সেভাবে ভিড় থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আমতা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।