আমাদের ভারত, ২১ অক্টোবর: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠিতে এক দিকে যেমন তুলে ধরলেন অপারেশন সিঁদুরের বিষয়টি। তেমনি তুলে ধরলেন মাও দমন তথা দেশীয় জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি সহ জিএসটি কাঠামো পরিবর্তন করার প্রসঙ্গ। অপারেশন সিঁদুর অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে তুলনা টানলেন ভগবান শ্রী রামের।
অযোধ্যার রাম মন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। সে কথা স্মরণ করে মোদী লেখেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস যোগান ভগবান রাম। তারই জীবন থেকে অনুপ্রেরণা পেয়েছি সিঁদুর অভিযানের সময়। ভারত সেই সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে।
এ বছর দীপাবলি কেন বিশেষ? চিঠিতে তার ব্যাখ্যা দিয়েছেন মোদী। তাঁর কথায়, এবার দেশের বিভিন্ন জেলার বহু প্রত্যন্ত গ্রামে দীপাবলি পালিত হচ্ছে। সেইসব গ্রামে মাওবাদী গোরা থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। আমরা অনেককেই সহিংসতার পথ থেকে সরিয়ে এনে জীবনের মূল স্রোতে ফেরাতে পেরেছি। তারা আমাদের দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ করেছেন এটা দেশের জন্য বড় পাওয়া।
সাম্প্রতিক নয়া হারে দেশে জিএসটি চালু করেছে কেন্দ্র। সেই প্রসঙ্গকে জিএসটি সাশ্রয় উৎসব বলে অভিহিত করেছিলেন প্রধানমন্ত্রী। দীপাবলি চিঠিতেও সেই উৎসবের কথা উল্লেখ করেছেন তিনি। দেশবাসী যে উৎসবের মরসুমে হাজার হাজার, কোটি টাকা সাশ্রয় করেছেন।
কেবল তাই নয়, বিশ্বে একাধিক সঙ্কটের মধ্যেও ভারত নিজেকে স্থিতিশীল এবং সংবিধানশীল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন তিনি। মোদী বলেছেন, আমরা অদূর ভবিষ্যতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবার দিকে এগোচ্ছি।
মোদীর কথায়, বিকশিত এবং আত্মনির্ভর ভারতের যাত্রা পথে প্রতিটি দেশবাসীর প্রাথমিক দায়িত্ব দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করা। দেশীয় জিনিস গ্রহণ করার ব্যাপারেও ভারতবাসীর আরো উৎসাহী হওয়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে তাঁর আহ্বান, আসুন আমরা সকলে ভাষাকে সম্মান করি। নিজের ভাষাকে অগ্রাধিকার দিয়ে এবং দেশজুড়ে বজায় রাখি পরিষ্কার-পরিচ্ছন্নতা।

