প্রভু জগন্নাথ দেব রথে উঠলেন না হুগলীর গুপ্তিপাড়ায়

আমাদের ভারত, হুগলী, ২৩ জুন: প্রভু জগন্নাথ রথে উঠলেন না হুগলীর গুপ্তিপাড়ায়ও। এরাজ্যে বলাগড় ব্লকের গুপ্তিপাড়ার রথের কথা সবারই জানা। করোনার কারণে যখন সব সামাজিক অনুষ্ঠানে জনসমাগম না করার নির্দেশ জারি হয়েছে তখন গুপ্তিপাড়া রথ কমিটিও সেই সিদ্ধান্ত মেনে এবার রাস্তায় নামাল না রথ। বদলে এবার একেবারে গুটি কয়েক মানুষের উপস্থিতিতে প্রভু জগন্নাথ বলভদ্র ও মা সুভদ্রাকে নিয়ে ঠিক পাশেই কৃষ্ণচন্দ্র মন্দিরে নিয়ে গিয়ে রাখা হল সাত দিনের জন্য। মানা হল সমস্থ সরকারি নিয়ম।

প্রায় দুশো আশি বছরের পুরোনো এই রথযাত্রার নিয়ম হল পুরী মাহেশের আগে এই রথ টানা হয় সকাল বেলাতেই। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে রথ টানা ও রথের মেলা জমজমাট থাকে রথের সাতদিন। কিন্তু এবার তা একশো শতাংশ বদলে ফেলতে হল মারণ রোগের কারণে। মন ভারাক্রান্ত হলেও উল্টোরথের পর দিন অতি উৎসাহের ভান্ডার লুঠও এবার স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *