অদ্ভুত হলেও সত্যি! মুসলিম প্রধান দেশের টাকায় রয়েছে হিন্দু দেবতা গণেশের ছবি

আমাদের ভারত, ২৪ আগস্ট: অদ্ভুত হলেও সত্যি। ভারতে নয় তবে প্রতিবেশী মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার নোটে রয়েছে হিন্দু দেবতা গণেশের ছবি।

প্রায় সারা ভারতবর্ষে গণেশ পুজো নিয়ে মেতে ওঠে। তবে করোনার কারণে এবার বেশ খানিকটা ম্লান গনেশ পূজা। ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবতা গণপতি বাপ্পার আরাধনা করেন ভারতীয় হিন্দুরা। কিন্তু জেনে অবাক হয়ে যেতে হয়, ভারতে নয় অন্য এক দেশের নোটে রয়েছে গণেশের ছবি। হ্যাঁ সে দেশের সরকারি নোটে রয়েছে গণেশের একটি জলছবি। না খুব বেশি দূরে নয়। ভারতের পাশে ইন্দোনেশিয়ার কুড়ি হাজার টাকার নোটে রয়েছে গণেশের জলছবি।

পৃথিবীর একমাত্র দেশ যে দেশের টাকায় রয়েছে গণেশ। ইন্দোনেশিয়া বর্তমানে মুসলিম প্রধান দেশে। সেখানে এখন মুসলিম জনসংখ্যার পরিমাণ ৮৭%। হিন্দু জনসংখ্যা সেখানে মোটে ১.৭%। তবে ঐতিহাসিকদের মতে আধুনিকতার ইসলাম ধর্ম আসার আগে ইন্দোনেশিয়ায় বিপুল জনপ্রিয়তা ছিল হিন্দু ধর্মের। তখন দেশের অনেক মানুষই হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আর সেই জন্যই ইন্দোনেশিয়ায় এখনো অনেক ঐতিহাসিক হিন্দু মন্দির দেখতে পাওয়া যায়। সেগুলি নিয়মিত সংরক্ষণ করে রেখেছেন সেখানকার মানুষ।

কুড়ি হাজার ইন্দোনেশিয়ান টাকার নোটে গণেশের মূর্তির পাশাপাশি রয়েছে এক ইন্দোনেশিয়ো স্বাধীনতা সংগ্রামীর
ছবিও। নোট এর পেছনের দিকে আছে একটি ক্লাস রুমের ছবি।

ওয়াকিবহাল মহলের মতে একটা মুসলিম প্রধান দেশের নোটে গণেশের ছবি থাকার কারণ ইন্দোনেশিয়ায় দীর্ঘকালীন হিন্দু ধর্মের প্রভাব। সেই প্রভাব এখনো সেখান থেকে কাটিনি। সেদেশেযে ৬টি ধর্ম স্বীকৃত। তার মধ্যে রয়েছে হিন্দু ধর্ম। আর সেই জন্যই হয়তো হিন্দুদের দেবতা গণেশ সে দেশের মুদ্রায় স্থান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *