ফের সন্ত্রাসবাদীর খোঁজ রাজ্যে! আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার ডায়মন্ড হারবারের দুই বাসিন্দা

আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর: ফের জঙ্গি গ্রেফতার হল রাজ্যে। আলকায়দা জঙ্গি সন্দেহে ডায়মন্ড হারবারের দুই বাসিন্দাকে গ্রেফতার করা হল। এদের মধ্যে একজনকে ডায়মন্ড হারবার থেকে এবং একজনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন কুমার দে-র নেতৃত্বে ডায়মন্ডহারবার পুলিশ টিম ও রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযানে ডায়মন্ড হারবার থানার দেউলপোতা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আর একজনকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম সমীর হোসেন ও শেখ সাদ্দাম হোসেন খান। ডায়মন্ড হারবারের চাঁদ নগরের দেউলপোতা এলাকার বাসিন্দা এবাদ আলি শেখের ছেলে সমীর আর পারুলিয়া কোস্টাল থানা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন খান।

সকালে প্রথমে মুম্বাইয়ের সন্ত্রাস দমন শাখার সহযোগিতায় রাজ্য পুলিশের এসটিএফ মুম্বাইয়ের নির্মল নগর এলাকা থেকে সাদ্দাম হোসেন খানকে গ্রেফতার করে। তারপর ডায়মন্ডহারবারের এসডিপিও মিথুন কুমার দে-র নেতৃত্বে ডায়মন্ডহারবার পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ দেউলপোতা এলাকায় সমীর হোসেন শেখের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আল-কায়েদার শাখা সংগঠন কোয়াতুল হিন্দের সঙ্গে এরা যুক্ত এবং আল কায়দার নির্দেশে এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি কার্যকলাপ চালাতো বলে অভিযোগ। একাধিক জায়গায় নাশকতার ছক এরা কষেছিল বলেও অনুমান। এদের ফোন ট্যাপ করে কথোপকথনের সন্দেহজনক অডিও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *