আমাদের ভারত, ২৮ জুলাই: রবিবার সন্ধ্যা থেকে আলিপুরদুয়ারের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ নেই। সোমবার ক্ষুব্ধ এলাকাবাসী এবং কালচিনি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান।
বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের ফলে রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। হ্যামলিটনগঞ্জ সাব-স্টেশন থেকে বার হওয়া রায়মাটাং ফিডারের ১১ কেভি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে গাছ পড়ে যায়। ফলে, ভাটপাড়া এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বেশ কয়েক জায়গায় কম-ভোল্টেজের বিদ্যুৎ লাইনের পরিষেবাও ব্যাহত হয়।
দফতরের দাবি, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোবাইল ভ্যান পাঠানো হয়। গাছ পরিষ্কার এবং যত তাড়াতাড়ি সম্ভব আংশিক মেরামতের কাজ করা হয়। তবে, প্রতিকূল ভৌগলিক অবস্থান এবং অবিরাম বৃষ্টিপাতে কাজ বিঘ্নিত হয়। বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার কাজে কিছুটা সময় লাগে।