সাথী দাস, পুরুলিয়া, ৯ নভেম্বর: চাহিদা ও দামের ভারসাম্য রাখতে এবং কালোবাজারি রুখতে সরকারি নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে পুরুলিয়ায়। সকাল থেকে রাত পর্যন্ত লম্বা লাইন দেখা দিয়েছে ক্রেতাদের। জেলা কৃষিজ বিপণন দফতরের পরিচালনায় রাজ্য সরকারের এই ব্যবস্থাকে সাধুবাদ জানালেন জেলাবাসী। অত্যাবশ্যকীয় পণ্য আলু যখন মহার্ঘ হয়ে উঠেছে সেই সময়ে সরকারি এই পদক্ষেপকে প্রশংসা করছেন ক্রেতারা।
খোলা বাজারে কেজি প্রতি ৪০ টাকা করে বিক্রি হলেও এই বিপণন কেন্দ্রগুলোতে সম পরিমাণ আলুর দাম ২৫ টাকা। সুষ্ঠ ভাবে লাইন দিয়ে আলু ক্রয় করছেন ক্রেতারা। জেলা কৃষিজ বিপণন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আলুর যোগান প্রচুর রয়েছে। ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত নিয়মিত এইভাবেই বিক্রি করা হবে আশ্বস্ত করা হয়েছে। জেলা রেগুলার মার্কেটিং কমিটির সম্পাদক অসিত ঘোষ জানান, ” ক্রেতাদের কথা মাথায় রেখে এই ছুটির দিনও আলু বিক্রি করা হবে।”