পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলায় সংগঠন বিস্তারে তৎপর হয়ে উঠেছে লোক জনশক্তি পার্টি (LJP)। ইতিমধ্যেই জেলা জুড়ে শক্ত ভিত গড়ে তুলতে উদ্যোগী হয়েছে দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এই লক্ষ্যেই বৃহস্পতিবার মেদিনীপুর শহরের একটি হোটেলের সভাকক্ষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি সেক রফিক আলী। তাঁর নেতৃত্বেই সংগঠন গঠনের রূপরেখা নির্ধারণ করা হয়। বৈঠক থেকেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে লোক জনশক্তি পার্টিতে যোগদান করেন। নতুন কর্মীদের নিয়ে জেলাজুড়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেদিনীপুর শহরের রাঙামাটিতে একটি কর্মসূচিতে অংশ নিতে আসেন লোক জনশক্তি পার্টির সাংসদ রাজেশ ভার্মা। সেই কর্মসূচির পর থেকেই জেলায় সংগঠন বিস্তারে গতি আসে বলে দলীয় সূত্রে জানাগেছে।
সাংগঠনিক বৈঠকে রাজ্য সভাপতি সেক রফিক আলী স্পষ্ট জানান, আগামী বিধানসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টি বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এনডিএ-র অংশ হিসেবেই লড়াই করবে। ভোট প্রচারে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে প্রধান হাতিয়ার করা হবে বলেও তিনি জানান।

এছাড়াও রাজ্য সভাপতি ঘোষণা করেন, আগামী মার্চ মাসে লোক জনশক্তি পার্টির চেয়ারম্যান তথা কেন্দ্রের মন্ত্রী চিরাগ পাসোয়ান পশ্চিম মেদিনীপুরে আসবেন। সেই সময় একটি বড় জনসভা আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
সব মিলিয়ে, পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক ময়দানে নিজেদের উপস্থিতি জোরদার করতে লোক জনশক্তি পার্টি যে আগামীর নির্বাচনের কথা মাথায় রেখেই সংগঠন গঠনে নামছে, তা স্পষ্ট।

