আমাদের ভারত, হুগলী, ২৩ মে: আমফানের দাপটে কোলকাতা সহ দুই ২৪ পরগনা ও হুগলী জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। হুগলীর পান্ডুয়া ব্লকেও বেশকিছু গ্রামে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও দোকানের চাল উড়ে গেছে, তো কোথাও বাড়ির চালে গাছ পড়ে ভেঙ্গে গেছে। আবার কোথাও মন্দির ভেঙ্গে গুঁড়িয়ে গেছে। হুগলী জেলার পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে শনিবার দুপুর সাড়ে বারোটায় পান্ডুয়ায় এসে উপস্থিত হন হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রথমে দলীয় কার্যালয়ে এসে সকল কর্মীদের নিয়ে একটি মিটিং করেন এবং পরে পান্ডুয়া ব্লকের ক্ষতিগ্রস্ত জায়গাগুলি পরিদর্শন করেন।
লকেট চ্যাটার্জি বলেন, গতকাল প্রধানমন্ত্রী যে ক্ষতিপূরণের টাকা রাজ্যকে দেবে বলে জানিয়েছেন, সেই টাকা যাতে সাধারণ মানুষের কাছে সঠিক ভাবে দ্রুততার সঙ্গে পৌঁছয় সেটিও তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। পান্ডুয়ার যে সমস্ত মন্দির ও বাড়ি ভেঙ্গে গেছে তাদের পাশেও তিনি আছেন বলে জানান।