আমাদের ভারত, হগগলী, ৯ সেপ্টেম্বর: হুগলী জেলার চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের সাথে দেখা করলেন হুগলী লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। বুধবার চুঁচুড়া পুলিশ কমিশনারের অফিসে তার সাথে সাক্ষাৎ করেন বিজেপি সাংসদ।
মূলত তেলেনিপাড়ায় অশান্তির ঘটনার সময় বিজেপি সাংসদ সেখানে যেতে গেলে তাকে আটকায় পুলিশ, সেই অভিযোগ নিয়েই এদিন কমিশনারের সাথে দেখা করেন লকেট চ্যাটার্জি। তেলেনিপাড়ার ঘটনার সাথে কামারহাটি ঘটনার মূলচক্রী ভদ্রেশ্বরের এক কাউন্সিলর বলেও অভিযোগ করেন লকেট। সাংসদ হওয়া সত্বেও বহুবার সেখানে যেতে আটকানো হয় লকেট চট্টোপাধ্যায়কে। সেই থেকেই পুলিশ কমিশনারের সাথে দেখা করার চেষ্টা করেন তিনি। কিন্তু কোনও সময়ই তার সাথে দেখা করতে রাজি হননি চন্দননগরের পুলিশ কমিশনার। এতদিন পর সেই সাক্ষাৎ হওয়ায় এদিন ক্ষোভ উগরে দেন তিনি।
এছাড়াও বিজেপি সাংসদ হুগলী জেলা সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার প্রতিবাদও জানান পুলিশ কমিশনারের কাছে বলেও জানাগেছে।