কলকাতার বেলেঘাটার ক্লাবে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানালেন লকেট চট্টোপাধ্যায়

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ অক্টোবর:
কলকাতার তৃণমূল সমর্থিত সমস্ত ক্লাবগুলোতে এনআইয়ের তল্লাশি চালানোর দাবি জানালেন লকেট চ্যাটার্জি। বেলেঘাটার গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল ক্লাবে আজ সাতসকালেই বিস্ফোরণ হয়। এদিন ঘটনাস্থলে গিয়ে এই কথাই বলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই কলকাতাতে তৃণমূল সমর্থিত ক্লাবগুলোতে বোমা মজুদ রাখার কাজ চলছে। মানুষের ভোটে তৃণমূল আর জিততে পারবে না। সেকথা রাজ্যের শাসক দল বুঝতে পেরেছে। তাই মারামারি করে ভোটে জিততে এখন থেকেই ক্লাবগুলোতে বিস্ফোরক রাখার কাজ শুরু করে দিয়েছে শাসক দলের ক্যাডাররা।

বেলেঘাটার ক্লাবে বিস্ফোরনের পিছনে শাসকদলের হাত রয়েছে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন, বিস্ফোরণ নিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করবে রাজ্যের শাসক দল। কিন্তু সত্যকে উদঘাটনের জন্যই বিজেপি এনআইএ তদন্তের দাবি জানাচ্ছে। শুধু বেলেঘাটার ক্লাবগুলি নয় সারা কলকাতাতে তৃণমূল সমর্থিত ক্লাবগুলোতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি করা উচিত বলেই জানিয়েছেন হুগলীর বিজেপি সাংসদ। খাস কলকাতাতে যদি এমন বিস্ফোরণ হয় তাহলে বোঝাই যাচ্ছে রাজ্যে কত পরিমাণ বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।

যদিও বেলেঘাটার ক্লাবটি বিস্ফোরণের তথ্য মানতে নারাজ। স্থানীয় ক্লাবের সদস্যরা জানিয়েছেন, সকালে একটি দুষ্কৃতীদের দল এসে ক্লাবের তিনতলায় বোমা মেরেছে। সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় বেলেঘাটা থানার পুলিশ। কলকাতা পুলিশ গুরুত্ব দিয়েই এই ঘটনার তদন্ত করছ। পুজোর আগে শহরে এমন ঘটনা কীভাবে ঘটল তা তদন্ত করছে লালবাজারের গোয়েন্দারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *