নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ এপ্রিল: নিজামুদ্দিনের ঘটনায় দোষিদের শাস্তির দাবি করলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জি। বুধবার কলকাতায় তিনি বলেন, করোনা ছড়ানোর জন্য নিজামুদ্দিনের কয়েকজন সংখ্যালঘু ধর্মগুরু দায়ী। লকডাউনের পরেও দিল্লিতে রমরমিয়ে নিজামে ধর্মীয় সভা করেছেন তারা। দেশের আইনকানুন কিছুই দিল্লির নিজামুউদ্দিনের কিছু মানুষ মানেননি। যারা এমনটা করেছেন তাদের কড়া শাস্তি দিতে হবে। তাছাড়া বর্তমানে নিজামুউদ্দিনে যাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষদের রক্ষায় করোনার টেষ্ট করা উচিত। না হলে আরও বিপদের আশঙ্কা থাকবে বলে জানান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
এছাড়াও নিজামে যাওয়া মানুষদের আর্থিক ভাবে ফাইন করার দাবি তুললেন হুগলীর সাংসদ। তাদের থেকে টাকা নিয়েই চিকিৎসা হওয়া উচিত বলে মনে করেন লকেট চ্যাটার্জি। এছাড়াও রাজ্যের বেশকয়েকটি জায়গায় লকডাউন মানা হচ্ছে না বলে জানান তিনি। সেইসব জায়গাতে লকডাউন ভঙ্গকারীদের বিরুদ্ধে রাজ্য সরকারকে কড়া শাস্তি দিতে হবে বলে রাজ্যের কাছে দাবি করেন হুগলীর বিজেপি সাংসদ।