সাথী প্রামানিক, পুরুলিয়া, ৩০ এপ্রিল: নিজেদের এলাকায় কোভিড সংক্রমণ এড়াতে চার দিকের রাস্তা বন্ধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া শহরের মেইন রোড ও রাজ্য সড়ক সংলগ্ন সদর থানার কাছে রামদয়াল বাবু লেনের বাসিন্দারা এই সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ নেন। বৃহষ্পতিবার পুরুলিয়া শহরের এই এলাকায় অন্যতম ব্যস্ততম চারটি লেন বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন বাসিন্দারা। একই সঙ্গে অনুমতি নিয়ে এই এলাকায় বহিরাগতদের যাতায়াত করার জন্য পোস্টার দেওয়া হয়।
এলাকার বাসিন্দা শংকর দীক্ষিত তাঁদের এই সিদ্ধান্ত সম্পর্কে জানান, পুরুলিয়া জেলায় লকডাউনে শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দোকানপাট এই এলাকায় খোলা রয়েছে। বাস চলাচল করায় এই এলাকায় বিভিন্ন এলাকার মানুষ এখানে বেচা কেনা করবেন। ফলে, সংক্রমনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ ঘন জনবসতিপূর্ণ এই এলাকায় সদ্যোজাত থেকে বৃদ্ধ সব বয়সের মানুষের বসবাস। কাজেই কোনও ভাবেই প্রশাসনের জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারব না।