সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুলাই: পুরুলিয়া শহর ও আদ্রাতে লকডাউন জারি হয়েছে। সকাল থেকে পর্যায়ক্রমে পুলিশি টহল ও নজরদারি দেখা গিয়েছে দুই জায়গাতেই। পুরুলিয়া সদরে সম্পূর্ণ লকডাউন থাকায় জেলায় এক প্রকার বন্ধ রয়েছে যান চলাচল। পুরুলিয়া থেকে কোনও বাস চলাচল করেনি এদিন।

পুলিশের কড়া ভূমিকায় লকডাউন ভঙ্গকারীদের বাগে আনা সম্ভব হয়েছে। চলছে নাকা তল্লাশি। রেল শহর আদ্রা সকাল থেকেই শুনসান রয়েছে। জেলার কনটেইনমেন্ট জোনগুলিতে পুলিশি পাহারা রয়েছে। বিকেল পর্যন্ত বেশ কিছু মানুষকে রাস্তা থেকে আটক করা হয়েছে। আটক করেছে পুরুলিয়া সদর থানা। উপযুক্ত কোনও কারণ ছাড়াই রাস্তায় চলা বাইক ও অটো আটক করে পুলিশ।


