আমাদের ভারত, ১ মেয়াদ: আরও দু-সপ্তাহ বাড়ল লক ডাউনের মেয়াদ। আগেই ইঙ্গিত মিলেছিল কিছুটা। এবায স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় তার সত্যি হলো। করোনা সংক্রমনের চেইন ভাঙতে লকডাউন এর মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ালো কেন্দ্র সরকার।
৩ তারিখ পর্যন্ত লকডাউন ছিল দ্বিতীয় দফায়। এরপর তৃতীয়দফায় আগামী ৪ মে পর আরো দু সপ্তাহ লকডাউন চলবে বলে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। অর্থাৎ ১৭ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
একইসঙ্গে তৃতীয় দফার এই লক ডাউনে অরেঞ্জ ও গ্রীন জোনে কড়াকড়ি কিছুটা শিথিল করার কথা বলা হয়েছে।
এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের ওপরে। এরমধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। একদিনে সর্বোচ্চ এই সংখ্যা। তার সাথে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আট হাজারেরও বেশি মানুষ।