বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ অক্টোবর: চোর সন্দেহে এলাকাবাসীর তাড়া খেয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, ভগবানগোলার হোসেন নগর কুচগিরিয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানাগেছে মৃত যুবকের নাম জামিরুল ইসলাম। এদিন গভীর রাতে হোসেন নগর কুচগিরিয়া এলাকায় তাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের, পরে তাকে চোর সন্ধেহে তাড়া করে গ্ৰামেরবাসীন্দারা। অতপর ওই যুবক আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে রাস্তের পাসে একটি পুকুরে জলে ঝাঁপ দেয় এবং সঙ্গে সঙ্গে ওই যুবক পুকুরে জলে তলিয়ে যায় যদিও পরে তাকে উদ্ধার করার চেষ্টা করে এলাকাবাসীরা তবে তার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানাযায়, মৃত যুবকের নাম জামিরুল ইসলাম।মুর্শিদাবাদের রানিতলা থানা এ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।