কল্যাণী এইমসের গেটের সামনে কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ অবস্থান স্থানীয়দের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ মে: রাজ্যে যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বিভিন্ন সময় দেখা যায় বিক্ষোভ অবস্থান করতে। এবার কর্মসংস্থানের দাবিতে কল্যাণী এইমসে আজ দেখা গেল প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কল্যাণী এইমস হসপিটালে বহিরাগতরা কাজের সুযোগ পাচ্ছে কিন্তু স্থানীয় যুবক-যুবতীরা কাজের সুযোগ পাচ্ছে না। অবিলম্বে স্থানীয় যুবক-যুবতীদের নিয়োগ করতে হবে এই দাবি তুলে তারা আজ এইমস হাসপাতালের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান বিক্ষোভে বসেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা সবুজ সরকার বলেন, কল্যাণী বিধানসভার মধ্যে এইমস চালু হলেও কল্যাণীর কোনো স্থানীয় বেকার যুবক-যুবতী এখানে চাকরি পায়নি। এইমস কর্তৃপক্ষের সঙ্গে বা ম্যানেজমেন্টের ডিরেক্টরের সঙ্গে আমরা এ বিষয়ে বহুবার কথা বলেছি কিন্তু কোনো সুরাহা হয়নি। অথচ বাঁকুড়া, শান্তিপুর, বহরমপুর, রায়গঞ্জের যুবক-যুবতীরা কল্যাণীর এইমসে চাকরি করছে আর আমরা স্থানীয়রা বার বার চাকরির দাবি জানালেও এইমস কর্তৃপক্ষ আমাদের দাবি মানছেন না। তাই আমরা আজ চাকরির দাবি নিয়ে এইমস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ধরনায় বসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *