পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে আজ নারায়ণগড় ব্লক অফিসে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। আর এই বিক্ষোভ সামাল দিতে হাজির হয় বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দপ্তরের সামনে চলে বিক্ষোভ। পরে ঘটনা সামাল দিতে আসরে নামেন নারায়ণগড় ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ মাইতি।
বিক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি, অবিলম্বে আবাস যোজনার তালিকা সংশোধন করে পুনরায় নতুন সার্ভে করে তালিকা নির্ণয় করতে হবে।