আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২০ ফেব্রুয়ারি:
জনবহুল একালায় গড়ে উঠছে রেষ্টুরেন্ট কাম বার। এর প্রতিবাদে গ্রামের মহিলারা বারের সামনে ধর্নায় বসলেন। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও বন্ধ করা যাচ্ছে না মদের দোকান। মদের দোকান বন্ধের দাবিতে সোমবার থেকে ধর্নায় বসেছেন স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার বর্দ্ধনবেড়িয়া এলাকায়। ওই এলাকায় গিয়ে দেখা গেল রাস্তার পাশে ফ্লেক্স ঝুলিয়ে ধর্নায় বসে আছেন স্থানীয় মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর থানার বর্দ্ধনবেড়িয়া এলাকার বনগাঁ চাকদা রোডের জনবহুল এলাকায় রাস্তার পাশে গড়ে উঠেছে একটি রেস্টুরেন্ট কাম বার। দীর্ঘ এক বছর ধরে বিভিন্ন ভাবে প্রতিবাদ করে ও বারংবার প্রশাসনকে জানালেও প্রশাসন উদাসীন। স্থানীয়দের অভিযোগ, এই মদের দোকান গড়ে ওঠায় এলাকার সুস্থ জীবনযাপন ব্যাহত হচ্ছে। ওই এলাকায় মদ খেয়ে প্রায় প্রতিদিনই চলছে দুষ্কৃতীদের তান্ডব। সন্ধ্যার পর বাইরের থেকে মেয়েদের নিয়ে আসা হচ্ছে বলেও জানান তারা। প্রশানের পক্ষ থেকে কোনও রকম
সহযোগিতা না পেয়ে অবশেষে সোমবার থেকে মদের দোকানের পাশে ফ্লেক্স ঝুলিয়ে ধর্নায় বসেছেন স্থানীয় মহিলার। চার দিন কেটে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও রকম সদুত্তর মেলেনি। যত দিন না দোকান বন্ধ হচ্ছে ততদিন তারা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
দোকান মালিক বিভাস সাধুখাঁ বলেন, আমি সরকারি অনুমোদন নিয়ে এখানে দোকান খুলেছি। কিছু লোক টাকার জন্য বিভিন্ন ভাবে ঝামেলা করছে।
এই বিষয়ে বনগাঁ পঞ্চায়ের সমিতির সভাপতি প্রদীপ বিশ্বাস বলেন, আমারা ব্যাপাটা শুনেছি। প্রশাসনের সঙ্গে কথা বলে ওদের সঙ্গে কথা বলব। আশা করি দ্রুত সমস্যার সমাধন হয়ে যাবে।