অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৮ আগস্ট:
ঝাড়গ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভার কিছু এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেগুলিকে সিল করে দেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট পর্যন্ত এই
এলাকাগুলি বন্ধ থাকবে তার বেরিকেড দিয়ে ঘিরে। বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের কোনও সাহায্য করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনা ঝাড়গ্রাম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুরে জিএম হল এলাকার।
এলাকাবাসীদের অভিযোগ, পৌরসভার তরফ থেকে যে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে তাতে ফোন করলে আরেকটি নাম্বার দিয়ে দেওয়া হয়। আবার একবার ফোন করলে আবার অন্য নাম্বারে ফোন করতে বলা হয়। এভাবেই প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। কারো বাড়িতে ওষুধ নেই, তো কারো বাড়িতে সবজি নেই কারো বাড়িতে তেল-মশলা নেই। এরকম অবস্থায় কারো কাছ থেকে সাহায্য নিতে গেলেও তাদেরকে সাহায্য নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। কাউকে ফোন করে ব্যারিকেটের সামনে এসে জিনিস পৌঁছে দিয়ে গেলেও সেই জিনিস নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা। তাই আজ এক প্রকার বাধ্য হয়ে তারা সকলে মিলে ১৫ নম্বর ওয়ার্ডের কন্টেইনমেন্ট জোনের গেটের সামনে এসে বিক্ষোভ দেখালেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ঝাড়্গ্রাম থানার পুলিশ। পুলিশ এলাকাবাসীদের সাথে কথা বলে সকলকে বোঝানোর চেষ্টা করছে।