আমাদের ভারত, দিঘা, ১৮ এপ্রিল: দেশ জুড়ে লকডাউনের ফলে দিঘা সৈকত পর্যটক শূন্য। স্থানীয় মানুষজনও খুব একটা দেখা যাচ্ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে কয়েকশো মানুষ ভাগ্য ফেরাতে নেমে পড়েছে দিঘার সমুদ্র সৈকতে। এইসব মানুষকে জল থেকে তুলতে হিমশিম অবস্থা পুলিশের।
স্থানীয় এইসব মানুষের সমুদ্রে নামার উদ্দেশ্য কিন্তু স্নান নয় তাদের উদ্দেশ্য নিজেদের ভাগ্য ফেরানো। স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেল, পর্যটকরা যখন সমুদ্রে স্নানের জন্য নামেন, তাদের অনেকের টাকা, পয়সা ও গয়না সমুদ্রের ঢেউয়ের জলে হারিয়ে যায়। আর সেগুলো পাওয়ার আশায় দিঘা সৈকতে স্থানীয়রা ভিড় জমিয়েছে।
এখন দিঘায় পর্যটক না থাকায় সৈকতে পুলিশি টহল প্রায় নেই। সেই সুযোগেই ভিড় জমিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন সূত্রে খবর পেয়ে দিঘা থানার পুলিশ এসে স্থানীয়দের জল থেকে তুলে দেয়। লকডাউনের নিয়ম অনুযায়ী এক জায়গায় জমায়েত না হতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা দমবার পাত্র নন। তারা সুযোগ পেলেই জলে নেমে খোঁজার নেশায় মত্ত থাকেন যদি ভাগ্যে টাকা, পয়সা বা সোনাদানা কিছু জুটে যায়!