আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ এপ্রিল: লক ডাউনের মাঝখানে কোরোনা সংক্রমনের আতঙ্কে গ্রামবাসীরা কেউ এগিয়ে না আসায় গ্রামের রাস্তায় সকাল থেকে প্রায় চার ঘণ্টা ধরে পড়ে রইলো এক বৃদ্ধার মৃতদেহ।
রবিবার দেরিতে পাওয়া খবরে জানা গেছে, করোনা সংক্রমণের ভয়ে কেউ মৃতদেহ উদ্ধারে এগিয়েও আসেনি। এই ঘটনার খবর যায় স্থানীয় তৃণমূলের শ্রমিক সংগঠনের সাঁকরাইল ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মহাপাত্রের কাছে। তাঁরই উদ্যোগে শনিবার বিকেল বেলা রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং দাহ করার ব্যবস্থা করা হয়। শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানা এলাকার পাথরা গ্রাম পঞ্চায়েতের ঝিল্লিদাম গ্রামে। মৃত বৃদ্ধার নাম নাকফুড়ি রানা, বয়স ৭২।