আমাদের ভারত, ১ অক্টোবর: পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনী ব্লকের অন্তর্গত গোয়ালডিহি পাথরকুমকুমির সর্বজনীন দুর্গোৎসব এবার পদার্পণ করল ৩৫তম বর্ষে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সাবেকিয়ানায় ভরপুর প্যান্ডেল ও প্রতিমা সাজিয়েছে আয়োজক সংস্থা, যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

পুজোর নবমীর দিন মানবিক দৃষ্টান্ত স্থাপন করল পুজো উদ্যোক্তারা। এদিন প্রায় এক হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। সেইসঙ্গে আয়োজন করা হয় “অন্নকূট উৎসব” – যেখানে প্রায় দু’হাজার মানুষ এদিন দুপুরে অন্নভোগ গ্রহণ করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তিনি বলেন, “এই ধরনের সামাজিক উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়। উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সকলের মধ্যে ভাগ করে নেওয়া যায়।”
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী মৃণাল কোটাল জানান, “গোয়ালডিহি ও পাথরকুমকুমি এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং রাজ্যের প্রতিমন্ত্রীর সহযোগিতাতেই প্রতিবছরের মতো এবারও সফলভাবে বস্ত্রদান শিবির ও অন্নকূট উৎসবের আয়োজন করা সম্ভব হয়েছে। এই ভাবনাই আমাদের পুজোকে আলাদা করে তোলে।”

এলাকার বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে দুর্গোৎসব উদযাপন করা হবে।
এইভাবেই ধর্মীয় উৎসবকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে মিলিয়ে একটি বড় বার্তা পৌঁছে দিল গোয়ালডিহি-পাথরকুমকুমির দুর্গোৎসব কমিটি।

