আমাদের ভারত, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর : দাসপুর থানার আরিট গ্রামে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তৈরি হয় চোলাই মদ। যার জেরে অতিষ্ঠ এলাকার স্থানীয় বাসিন্দারা। যদিও কিছুদিন আগেই দাসপুর পুলিশের অভিযানে নষ্ট করে দেওয়া হয়েছিল বিপুল পরিমাণ চোলাই মদ এবং সমস্ত চোলাই মদ তৈরির ভাঁটি। কিন্তু তারপর থেকেই রাতের অন্ধকারে লুকিয়ে চোলাই মদ তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে বারবার প্রতিবাদ করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের। তাই সোমবার রাতে দাসপুর থানার আরিট গ্রামের বেশ কিছু যুবক অবৈধভাবে তৈরি হওয়া সেই চোলাই মদের ভাঁটি ভেঙ্গে দেয়। আর এতেই বেজায় চটে যায় অবৈধভাবে চোলাই মদ তৈরির ব্যাবসায়ীরা। গ্রামের স্থানীয় যুবকদের আঘাত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকারই এক যুবক।
এর আগেও অসাধু ব্যবসায়ীদের আঘাতে গুরুতর আহত হয়েছিল এলাকার বেশ কিছু যুবক এবং বর্তমানে তাদের প্রাণনাশের হুমকি দেওয়ার ফলে আতঙ্কিত রয়েছেন ওই এলাকার বহু যুবক। সুস্থ সমাজ গড়ে তুলতে এলাকার যুবকেরা চাইছেন প্রশাসনিক হস্তক্ষেপ।

