অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ জুন:
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে গোপীবল্লভপুর ২ নং ব্লকের পেটবিন্ধ ৭নং অঞ্চলের গোয়ালমারা বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। তাদের দাবি, দীর্ঘ ৩ বছর ধরে এখানে ঝড় বৃষ্টি হলে বিদ্যুতের একটা সমস্যা ছিল। কিন্তু বর্তমানে প্রতিদিনই বিকেল ৩ টা থেকে বিদ্যুৎ কেটে নেওয়া হয়, কোনো দিন রাত আটটা কোনদিন নটা আবার কোনো কোনো দিন রাত দশটার পরে আসে বিদ্যুৎ। এর ফলে চরম ভোগান্তির স্বীকার হতে হয় এলাকাবাসীদের।
স্থানীয় বিদ্যৎ দপ্তরের কাছে বার বার অভিযোগ করেও সুরাহা হয়নি। অফিসে ফোন করলে তারা বিভিন্ন রকম বাহানা দিয়ে ফোন রেখে দেয়। তাই রবিবার একপ্রকার বাধ্য হয়েই পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। তাদের দাবি, বিদ্যুৎ দপ্তরের কোনও আধিকারিক এসে যদি আশ্বাস না দেন তাহলে এই অবরোধ অনিদিষ্ট কালের জন্য চলবে।