২০০’র বেশি ট্রেন সহ হাওড়া-শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে লোকাল ট্রেন

রাজেন রায়, কলকাতা, ৪ নভেম্বর: কোভিড প্রোটোকল মেনে রাজ্যে লোকাল ট্রেন চালু করা এখন রীতিমত চ্যালেঞ্জ রেল আধিকারিকদের কাছে।তবে ট্রেনপ্রতি ৬০০ যাত্রী মেনে চলা কার্যত অসম্ভব হলেও স্টেশনে স্টেশনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়া হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে। তাই বৃহস্পতিবার রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে সমস্ত কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বুধবারও রেলের সঙ্গে রাজ্যের বৈঠক হল। ঠিক হয়েছে, আপাতত অফিস টাইমে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ২০০’র বেশি ট্রেন চালানো হবে। একই সঙ্গে যাত্রীরা সকলে মাস্ক পড়ছেন কিনা, টিকিট কাটছেন কিনা, সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা এই বিষয়গুলি রেলকে রেলরক্ষী ও টিকিট চেকারের মাধ্যমে দেখার কথা জানিয়েছে রাজ্য। তবে সাহায্য করবে রাজ্য পুলিশও।

এদিন নবান্নে রেলের সঙ্গে রাজ্যের বৈঠকে রাজ্যের তরফে বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী, পরিবহণ সচিব ও অন্য আধিকারিকেরা। রেলের তরফে ছিলেন পূর্ব রেল ও দক্ষিণ–পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ এবং খড়গপুরের ডিআরএম এবং পূর্ব রেলের চিফ অপারেশন ম্যানেজার। সেখানেই ২০০ টি ট্রেন চালানোর বিষয় চূড়ান্ত হয়। তবে অফিস টাইমের বাইরে কোন শাখায় কত ট্রেন চলবে, তা রেল নিজেই ঠিক করবে বলে জানিয়েছে। রেলের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য। ইতিমধ্যেই রেলের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করা হচ্ছে যা বৃহস্পতিবারের চূড়ান্ত বৈঠকে পেশ করা হবে রাজ্যের সামনে।

আরও জানা গিয়েছে, আপাতত যে লোকাল ট্রেনগুলো চলবে, তা সব স্টেশনে দাঁড়াবে না৷ অর্থাৎ বেশির ভাগ লোকালই গ্যালোপিং হবে৷ কোন স্টেশনে কোন ট্রেন কখন দাঁড়াবে, তা রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷ এছাড়া নতুন টাইম টেবিলও জানানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *