সকাল- বিকেল লোকাল ট্রেন চালু করতে চেয়ে রেলকে চিঠি রাজ্য সরকারের

আমাদের ভারত,১ নভেম্বর: রাজ্যে এবার লোকাল ট্রেন চালাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নিউ নর্মালে পরিষেবা শুরুর বিষয়ে আগেই রাজ্যকে চিঠি দিয়ে আলোচনা করতে চেয়েছিল রেল। শনিবার রাজ্যের তরফে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে পাল্টা চিঠি দিয়ে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সকালে বিকেলে লোকাল ট্রেন চালানো যেতে পারে।

স্টাফ স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে প্রায়ই বিভিন্ন স্টেশনে ঝামেলা তৈরি হচ্ছে। হাওড়ায় ট্রেনে ওঠা নিয়ে যাত্রী ও রেল পুলিশের মধ্যে হাতাহাতিও হয়ে ধুন্ধুমার কান্ড বেধেছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার মত অবস্থা তৈরি হয়, ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অভিযোগ উঠেছে রেল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। লোকাল ট্রেন পরিষেবা শুরুর বিষয়ে রেলকে চিঠি দিয়েছে রাজ্য। তবে চিঠিতে বলা হয়েছে, লোকাল ট্রেন চালু করা হলেও কঠোরভাবে করোনার স্বাস্থ্যবিধি মানতে হবে, তবেই লোকাল ট্রেন চালানোর বিষয় রাজ্য তাদের অনুমতি দেবে।

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নির্দিষ্ট নিয়ম মেনে যাত্রী নিয়ন্ত্রণ করে মেট্রো চালানো সম্ভব হয়েছে। সেই রকমই কোন মডেলের মাধ্যমে লোকাল ট্রেন চালু করা যেতে পারে। পূর্ব রেলের জিএমের কাছে সেই মর্মে চিঠি দেওয়া হয়েছে।

যদিও লোকাল ট্রেন পরিষেবা শুরুর জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে রেল। বিভিন্ন স্টেশনে যাত্রীদের জন্য বিশেষ গোলাকার চিহ্ন আঁকা হয়েছে। যাতে ট্রেনে ওঠার তারা পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন। টিকিট কাউন্টারের দাঁড়ানোর জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে রাজ্যের চিঠি পৌঁছেছে। দুপক্ষের আলোচনার পর পরিষেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের তরফের দেওয়া চিঠিতে নিত্য যাত্রীদের ভোগান্তির কথা উল্লেখ করা হয়েছে।বলা হয়েছে শুধুমাত্র রেলের কর্মীদের জন্য ট্রেন চলছে কিন্তু অন্যান্য সরকারি কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। রাজ্যে গন পরিবহনের ক্ষেত্রে অন্যান্য মাধ্যম চালু হয়ে গিয়েছে। বিমান পরিষেবা শুরু হয়েছে। রেল শুধু তাদের কর্মীদের জন্যই পরিষেবা চালাচ্ছে। রেল পুলিশের লাঠিচার্জের বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে চিঠিতে। এখন দেখার লোকাল ট্রেন পরিষেবা চালানোর জন্য রাজ্য এবং রেল কবে আলোচনায় বসে এবং সেই আলোচনায় কি কি সমাধান সূত্র বেরোয় এবং কবে থেকে লোকাল ট্রেন চালু করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *