পুজোর আগেই লোকাল ট্রেন চলার সম্ভাবনা, ভিড় নিয়ন্ত্রণ কিভাবে? রাজ্যের সঙ্গে আলোচনা চায় রেল

আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর: মেট্রোর পর এবার লোকাল ট্রেন চালু করার সম্ভাবনা। সবকিছু ঠিকঠাক থাকলে মেট্রোর পর পুজোর আগেই লোকাল ট্রেন চালু হতে পারে রাজ্যে। তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর রেল সূত্রে।

সোমবার থেকে মেট্রো চলাচলের পর কি পরিস্থিতি দাঁড়ায় তা বিবেচনা করে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। দেশজুড়ে শুরু হয়েছে আনলক ৪ প্রক্রিয়া। আনলক ৪ মেট্রো চলাচলে ছাড়পত্র মিললেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আনলক ৫ পর্বে সেই অনুমতি পাওয়া গেলে তা কিভাবে চালু করা সম্ভব তাই নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আলোচনা শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

স্টেশনগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণ্ডি আঁকা শুরু করেছে রেল। মেট্রো চলাচলের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর রাখা হচ্ছে। দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সাংবাদিক সম্মেলনে বলেছেন, লোকাল ট্রেন নিয়ে যেহেতু সাধারণ যাত্রীদের প্রশ্ন রয়েছে ফলে তাদের সমস্যা দূর করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। পুজোর আগেই ট্রেন চালু করে দেওয়া যায় কিনা সেই সম্ভাবনা নিয়ে ভাবনা চিন্তা করছে রেল। যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। মেট্রো চালুর ক্ষেত্রেও বেশ কয়েকটি পর্যায়ে ছিল। তার মধ্যে অন্যতম বিষয় ছিল রাজ্যের সঙ্গে আলোচনা করে লোকাল ট্রেন চালু করা। এই ক্ষেত্রেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফের রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে আলোচনার জন্য। এবার দক্ষিণ-পূর্ব রেলের তরফেও চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার থেকে চালু হচ্ছে মেট্রো রেল। সেখানে কি ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা কি কি করার প্রয়োজন সেদিকেও নজর রাখতে চলেছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। ফলে পরিস্থিতি দেখে ধাপে ধাপে লোকাল ট্রেন চালানোর ভাবনা শুরু হবে বলে খবর। কিভাবে লোকাল ট্রেনের বিপুল যাত্রীর ভিড় নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করতে চাইছেন রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *