সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ: আজ সকালে পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মেজিয়া শিল্পাঞ্চলের গঙ্গাজলঘাঁটি থানার ধবনী এলাকায়। ঘটনার পর স্থানীয় ৩-৪টি গ্রামের বাসিন্দারা দুর্ঘটনাস্থলে এসে বাঁকুড়া- রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।খবর পেয়ে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
ঘটনাস্থলে আসেন মৃতেরই গ্রামের বাসিন্দা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মাজি। তিনি আসার পর উত্তেজিত মানুষ শান্ত হন।

চিত্তরঞ্জন মাজি বলেন, ধবনী গ্ৰামের বাসিন্দা শ্যামাপদ মাজি (৪৫) পেশায় মাছ ব্যবসায়ী। প্রতিদিন ভোর ৪ টের সময় উঠে বাড়ি থেকে সাইকেল নিয়ে জাতীয় সড়ক ধরে দুর্লভপুর মোড়ে বাস ধরে কোনোদিন বড়জোড়া বা কোনোদিন গঙ্গাজলঘাঁটির মাছের আড়ৎ থেকে মাছ কিনে এনে বিক্রি করে। এদিনও তিনি সাইকেলে করে বাস ধরার জন্য যাচ্ছিলেন। মেজিয়ার দিক থেকে আসা কোনো লরি বা ডাম্পার তার সাইকেলের পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুঃস্থ পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনিই।

অবরোধকারীদের দাবি, মেজিয়া বিদ্যুৎ প্রকল্পে ছাই পরিবহন ও একটি সিমেন্ট পরিবহন সংস্থা দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কোনো ডাম্পার বা লরিতে শ্যামাপদ মাঝিকে ধাক্কা মেরে পালিয়েছে। এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে তবু চালকদের নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ প্রশাসন। আর যাতে কেউ অকালে চলে না যান সেই কারণেই আমাদের এই প্রতিবাদ। তাদের দাবি, গাড়িটিকে চিহ্নিত করে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক।
গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ জানিয়েছে, দুর্লভপুর মোড়ের সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে সকাল সাড়ে ৭ টা নাগাদ অবরোধ ওঠে।

