কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: ঘাটাল–পাঁশকুড়া সড়ক মেরামতের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। এই বিক্ষোভের নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি নেতারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি, তারই প্রতিবাদে আজ সকালে রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষ।
দীর্ঘ দিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ঘাটাল–পাঁশকুড়া সড়ক। বৃষ্টিতে এই রাস্তার অবস্থা আরও বেহাল। প্রতিদিন নানান দুর্ঘটনা লেগেই রয়েছে এই সড়কে। রাস্তার সমস্ত পিচের চাদর উঠে গিয়ে সমগ্র রাস্তা জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিষয়টি বার বার প্রশাসনে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে সাধারন মানুষের অভিযোগ। শুধু ভোট আসলেই বিভিন্ন প্রতিশ্রুতিই দেওয়া হয় জন সাধারণকে। কিন্তুু আদৌও তা বাস্তবায়িত হয় না। তাই রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার বেলা ১১টা দাসপুরের গৌরা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করল রাস্তা বাঁচাও কমিটি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত, তন্ময় সিংহ রায় সহ অন্যান্যরা।


